রসায়ন বিভাগ সম্পর্কে
সরকারি এডওয়ার্ড কলেজ, দেশের ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে অন্যতম। পাবনা শহরের প্রাণকেন্দ্রে এর অবস্থান। দেশ বিদেশে যার স্বর্নোজ্জল ও গৌরবোজ্জল পরিচিতিতে পাবনা গর্বিত। শত বছরের বেশি পুরাতন এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একটি গর্বিত বিভাগ হল রসায়ন বিভাগ। সরকারি এডওয়ার্ড কলেজের মূল ভবনে রসায়ন বিভাগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ফলে এই বিভাগটি শত বছরের স্বতন্ত্র অবকাঠামো ও ঐতিহ্যের ধারক। ১৯৭৮ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বিভাগে স্নাতক সম্মান কোর্সের যাত্রা শুরু হওয়ার পর থেকে উত্তরোত্তর এর গৌরব বিকশিত হতে থাকে। পরবর্তীতে মাস্টার্স কোর্স সংযোজিত হয়ে কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার স্তর পূর্ণতা পায়। বর্তমানে বিভিন্ন বর্ষে প্রায় এক হাজার শিক্ষার্থী এ বিভাগে অধ্যয়নরত। এ বিভাগে শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ ও সেমিনার লাইব্রেরি। গবেষণা ও ব্যবহারিক এর জন্য ভৌত, জৈব, অজৈব ও শিল্প রসায়নের জন্য সমৃদ্ধ ল্যাবরেটরি। ফলে বিভাগের শিক্ষার্থীরা আধুনিক রসায়নের সাথে পরিচিত হচ্ছে ও দেশের রসায়ন চর্চায় অবদান রাখছে।
বর্তমানে রসায়ন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। শিক্ষক শিক্ষার্থীর নিয়মানুবর্তিতা, সমায়ানুবর্তিতা ও কঠোর অনুশীলন সর্বোপরি তাদের মেধা ও মননশীলতার এক চমৎকার সমন্বয় উপযোগী পরিবেশে বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত বিধায় প্রতি বছর বিভাগের শিক্ষার্থীরা ঈর্ষনীয় ফলাফল অর্জনের মাধ্যমে এ বিভাগের সুনাম ও মর্যাদা এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
পরিশেষে মহান আল্লাহ সুবহানুতায়ালার নিকট বিনীত প্রার্থনা, রসায়ন বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এর সকল শিক্ষার্থী যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে চারিত্রিক মাধুর্যে নিজেদের বিকশিত করে মানব সেবায় আত্মোৎসর্গ করতে পারে।