প্রাণীবিদ্যা বিভাগ সম্পর্কে

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা এর প্রাণিবৈচিত্র সংরক্ষণে ভরপুর প্রাণিবিদ্যা বিভাগটি ৩য় বিজ্ঞান ভবনে অবস্থিত। পূর্ব দিকে ইছামতি নদী আর পশ্চিমদিকে শহীদ মিনার । এই কলেজ এ ১৯৪৬ খ্রি: বায়োলজি বিভাগ খোলা হয়। প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যা একযোগে পাঠদান করা হত। তখন থেকে গড়ে উঠা প্রাণি ও উদ্ভিদবিদ্যা অনার্স চালু হওয়ায় সংরক্ষনাগার বা মিউজিয়াম অদবধি মিউজিয়ামটি প্রাণিবিদ্যা বিভাগে স্বযতেœ সংরক্ষন করে আসছে। ১৯৯৮-৯৯ শিক্ষা বর্ষে প্রথম অনার্স ও মাস্টার্স পাঠদান শুরু হয়। পাঠদান, ব্যবহারিক ক্লাস এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কে পাহাড়, সমূদ্র, সমতল ভূমির পরিবেশে ও প্রাণিবৈচিত্র্যর সাথে পরিচয় করিয়ে দেয়। অনার্স কোর্সের পরবরর্তীতে উচ্চ শিক্ষার প্রসারে মাস্টার্স কোর্সে ফিসারিজ চালু আছে। এ বিষয়ে শিক্ষা লাভ করে দেশের মাৎস উৎপাদনে ও মাৎস প্রজাতি বিলুপ্ত রোধে বিশেষ ভূমিকা রাখছে। বর্তমানে এ বিভাগে একজন অধ্যাপক ও ০৩ জন সহকারী অধ্যাপক কর্মরত আছে। সর্বপরি প্রাণিবিদ্যা বিভাগটি সরকারি এডওয়ার্ড কলেজ সহ দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।